০৯ জুন ২০১৮ ইং
জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনায় মহাকবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পোস্ট অফিসটি দীর্ঘদিন যাবত্ নানা সমস্যায় জর্জরিত। এখন কার্যক্রমের অনুপযোগী। ভবনটির বিভিন্ন স্থানে দেয়াল ও ছাদের ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জনশ্রুতি রয়েছে— মহাকবি কায়কোবাদ এক সময় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা পোস্ট অফিসে কর্মরত ছিলেন। এ কর্মকালের কোনো এক সময় রসপাল জামে মসজিদের আজানের সুমধুর ধ্বনি শুনে মসজিদের পুকুর ঘাটে বসে ‘আযান’ নামের এই কালজয়ী কবিতাটি তিনি রচনা করেছিলেন। সে সময় পিংনাতে মুন্সেফ কোর্ট ছিল সেখানে জামালপুর ও টাঙ্গাইল এলাকার অনেক মোকদ্দমা এই মুন্সেফ কোর্টে পরিচালিত হতো। মুন্সেফ কোর্ট ভবনটি এখন আর নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পোস্ট অফিসটি দ্বিতীয় দফায় ১৯৭৩-৭৪ সালে ২০ শতাংশ জমির উপর চার কক্ষ বিশিষ্ট একতলা পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। ফলে পুরনো ভবনটির বিভিন্ন স্থানে বড়-বড় ফাটল দেখা দিয়েছে। দেয়াল ও ছাদের আস্তর ধসে পড়ছে। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়। পোস্ট অফিস সূত্রে জানা যায়, এ পোস্ট অফিসের আটটি শাখায় প্রতিমাসে লেনদেনের পরিমাণ প্রায় কোটি টাকা। তবুও অদৃশ্য কারণে পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে পোস্ট মাস্টার আব্দুল জব্বার বলেন, নিরাপত্তার জন্য সীমানা প্রাচীরসহ ভবনটির মেরামত ও সংস্কার অত্যন্ত জরুরি। কারণ আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি। পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয় বলেন, মহাকবি কায়কোবাদের স্মৃতি ধরে রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানিয়েছেন।