শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে— এমন ইঙ্গিত দিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে কাজের অগ্রগতি জানাতে বুধবার এক চিঠি প্রকাশ করেন তিনি। সেখানেই উঠে আসে এই বার্তা।

চিঠিতে জাকারবার্গ বলেন, “সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল উন্মুক্ত থাকবে আর কোনটা থাকবে না, সেটা ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।”

জুকারবার্গের এই বক্তব্য মেটার পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে তিনি বারবার বলে এসেছেন, এলএএমএ সিরিজের এআই মডেলগুলো ওপেন সোর্স রাখাই তাদের মূলনীতি। কিন্তু এবারের বার্তায় স্পষ্ট হয়ে উঠছে— ভবিষ্যতে মেটা হয়তো সব মডেল উন্মুক্ত রাখবে না।

২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে বড় ঘোষণা দেয়। ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা গঠন করে নতুন ইউনিট ‘Meta Superintelligence Labs’। এই ইউনিটের অধীনে এখন উন্নতমানের ক্লোজড মডেল তৈরির কাজ চলছে। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া ‘Behemoth’ নামের মডেলটির ওপেন টেস্ট বন্ধ রাখা হয়েছে বলেও জানা গেছে।

চিঠিতে জুকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই থাকবে ব্যক্তিগত ডিভাইসেই। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেট— এইসব ডিভাইসই মানুষের সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝবে সে কী চায়, কী করছে।

তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ওপেন সোর্স এআই নিয়ে আগের নীতিতেই রয়েছে। তিনি বলেন, “আমরা এখনো শক্তিশালী ওপেন মডেল তৈরি করব। পাশাপাশি ক্লোজড মডেল নিয়েও কাজ চলবে।”