সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সবচেয়ে দামী আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

গরমে অনেকেই তো চান আইসক্রিম খেয়ে একটু জুড়িয়ে নিতে। তা, একটা আইসক্রিমেরই দাম যদি হয় ৭ লাখ (৬৬৯৬ ডলার), তাহলে কী হবে? চমকে তো উঠবেনই। হয়তো দাম শুনেই ঠান্ডা হয়ে যাবেন। সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে এটি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে আইসক্রিমটির নাম জানিয়ে বলা হয়েছে, এট বানিয়েছে জাপানের আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা সেলাটো।

কিন্তু একটি আইসক্রিমের আকাশছোঁয়া এ দামের রহস্য কী? জানা গিয়েছে, আইসক্রিমটি তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যেগুলি বহুমূল্য, বিরল। যেমন, একধরনের ছত্রাক, এটি পাওয়া যায় ইটালিতে। এই ছত্রাকের প্রতি কেজির দামই পড়ে ১৬ লাখ টাকার বেশি! সবচেয়ে বড় কথা, আইসক্রিমটিতে রয়েছে সোনা! এডিবল গোল্ড লিফ। এই সোনা খাওয়াও যায়। ভবিষ্যতে এই আইসক্রিম বানাতে তারা ব্যবহার করবে বিরল মাছের ডিম ও শ্যাম্পেনের মতো উপাদানও।

তবে সবচেয়ে দামি আইসক্রিম বানানোই সেলাটোর লক্ষ্য ছিল না। তারা আসলে চেয়েছিল, ইউরোপ ও জাপানে তৈরি বিভিন্ন উপাদান মিশিয়ে একটা স্পেশাল আইসক্রিম তৈরি করতে। এটি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানের ওসাকা শহরের এক রেস্তোরাঁর প্রধান শেফকে।

আইসক্রিমটির একটি ভিডিয়ো কদিন আগে টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সেখানে দেখা যায়, কালো একটি বাক্সের মধ্যে ছোট্ট বয়ামে রাখা আইসক্রিমটি। দেখতে নজরকাড়া। আইসক্রিম খাওয়ার জন্য একটি রুপোলি চামচ এবং তার জন্য দেওয়া হয়েছে আলাদা একটি মোড়ক।

তথ্য সূত্রঃঅনলাইন ডেক্স