রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন ক্রিকেটাররা সালাহউদ্দিন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইটি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন ক্রিকেটাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের দিক থেকে আইপিএলের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান। ক্ষেত্র বিশেষে অনেক ক্রিকেটারদের ম্যাচপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার হাজার ডলার পারিশ্যমিক দিয়ে থাকে নাফিসা কামালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সালাহউদ্দিন বলেন, ‘বিপিএল আরেকটু গুছিয়ে করা যায়, এটা সবাই বোঝে। অবশ্য যাদের বোঝার দরকার তারা বোঝে না।

আমার মনে হয়, তারাও যদি একটু বোঝে তাহলে বিপিএল আরও ভালো একটা টুর্নামেন্ট হবে। ভালো একটা সময়ে আয়োজন করলে নামিদামি ক্রিকেটাররা বিপিএল খেলতে আসবে। আমি যতটুকু বুঝি আইপিএলের পরই আমরা মনে হয় সবচেয়ে ভালো পারিশ্রমিক দেই। এখানে সবারই খেলার ইচ্ছা আছে। ‘এতে করে একটা দলকে নতুন করে শুরু করতে হয়। তাই ইচ্ছে করলেই বিপিএলকে ছোট করা যায়। একটু চিন্তাভাবনা করতে হবে। এটা বুঝলে তো বোঝাই যায়। না বুঝলে কেউ বোঝাতে পারবে না।’