সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সদরের চাঁনপুরে গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ২

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মার্চ, ২০২৩

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সদরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। বুধবার (৮ মার্চ) সদরের চাঁনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লার চম্পকনগর সাতরা এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ আজমাইল হোসেন (২২) এবং কাপ্তান বাজার এলাকার মোঃ হাসান মিয়ার ছেলে মোঃ রবিউল হাসান (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।