বুধবার , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সড়ক ভবন-স্থাপনার নতুন নামকরণ করলো দক্ষিণ সিটি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কের নতুন নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে উল্লিখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলোর পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে নামকরণ করা হয়েছে।