চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম রেহানা আক্তার তানিয়া। দুর্ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নাজিরহাট পৌরসভার আজমরোড সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পারভেজ নামের এক যুবককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
রেহানা আক্তার তানিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া কামরাঙ্গা পাড়ায়।
জানা যায়, চট্টগ্রামমুখী দ্রুতগামী টেম্পু বিবিরহাটগামী সিএনজির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অঞ্জনা দাস নামে এক নারীও গুরুতর আহত হন।
নিহত চবির নারী শিক্ষার্থীর স্বজন এনামুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আমার ভাগ্নি তানিয়া মারা গেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারী হলেও ফটিকছড়িতে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন বলেন, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।