বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, কমিশনের সদস্য ড. মাহফুজুল হক, কামরান টি রহমান, জাকির হোসাইন, সাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, অ্যাডভোকেট এ কে এম নাসিম, জনাব চৌধুরী আশিকুল আলম।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সকল (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে যে কাজ করছে তা প্রশংসনীয়। কমিশন যে কাজ করছে তা মন্ত্রণালয়ের কাজকে সহজ করে দিচ্ছে। এ ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিশনের রিপোর্টে কী কী বিষয়ের প্রতিফলন দেখতে চান সেই বিষয়ে আলোচনা করেন।
কমিশন সদস্য তাসলিমা আখতার বলেন, আমাদের সবার প্রথমে রাষ্ট্রীয় দৃষ্টি পরিবর্তন করতে হবে।
কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রমজীবী মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা। তাদের বঞ্চনা অনেক বেশি। তাই মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রত্যাশা শুধু সাচিবিক আর প্রশাসনিক সহায়তায় সীমাবদ্ধ না। আমরা সুপারিশের বাস্তব প্রতিফলন দেখতে মন্ত্রণালয়ের সহায়তা প্রত্যাশা করি। সবাই মিলে এমন সুপারিশ করি, যাতে আন্তর্জাতিকভাবে বার্তা দিতে পারি, আমরা আগাচ্ছি। তখন তাদের ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) কমে যাবে।