শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ মে, ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুজন আহামেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুজন আহামেদ ওই গ্রামের বেলালের ছেলে। তিনি স্থানীয়ভাবে দিনমজুরের কাজ করতেন এবং কৃষি মৌসুমে ধান কাটাসহ বিভিন্ন কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে সুজন মাঠে ধান কাটতে ছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় শেরপুর জেলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে