শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

‘শেখ হাসিনা ভারতে, ছাত্রলীগ গর্তে’ স্লোগানে মুখরিত জাবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হওয়া মিছিলটি নতুন কলা ভবন, কবির সরণি, আ ফ ম কামালউদ্দিন হল, বটতলা হয়ে শহীদ রফিক-জব্বার হল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘শেখ হাসিনা ভারতে, ছাত্রলীগ গর্তে’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে।

এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত, যারা খুন, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি এবং সহিংস কর্মকাণ্ডে জড়িত। সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি হয়ে উঠেছে। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করেছি। সরকারের সিদ্ধান্তে সংগঠনটি নিষিদ্ধ হওয়ায় আমরা সন্তুষ্ট।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা পৃথক একটি মিছিল করেন। মিছিলে হলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।