২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ব্যবসায়ী এনামুল কবির অভিযোগটি করেছেন। এই ব্যবসায়ীকে শেখ হাসিনার আমলে ডিবি তুলে নিয়ে ১০ দিন গুম করে রেখেছিল।
এছাড়া সাভারে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।