সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিপইয়ার্ডে বিস্ফোরণ’ দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ খাইরুল ইসলাম (২১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা ২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খায়রুল পিরোজপুরের কাউখালী থানার দাশের কাঁথি গ্রামের কামাল শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোরের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল ইসলাম মারা যায়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় আরো ছয় জন আমাদের এখানে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকাতুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৪৫), আল-আমিন (২৩) ও হাবিব (৩৫)।

গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এস এন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।