সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ আহত ৩৫

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

গতরাতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।  
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাকড়ী গ্রামের গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে  বিদ্যুৎ বিশ্বাস (৫৫) ও বাকড়ী স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩০)
মারাত্মক আহত ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, গতরাতে  তিনটি  বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে আসেন। শিক্ষাসফর শেষে তারা যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে শিক্ষাসফরের একটি বাস অপর একটি শিক্ষাসফরের বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার  পাশ্ববর্তী খাদের গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এসময় বাসের অন্তত  ৩৫ জন আহত হন।
ওই কর্মকর্তা আরো জানান, ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মারাতœক আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো –হয়েছে।
বাকড়ি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস মারা যান। কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতাল থেকে আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।