সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের বাজার মনিটরিংকে সাধুবাদ জানালেন এএইচএম সফিকুজ্জামান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি। শনিবার (১০ আগস্ট) নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের শাহ আলী মার্কেট, মিরপুরে বাজারে তদারকি কার্যক্রম পরিচালনার সময় তিনি এসব নির্দেশনা দেন।

জানা গেছে, শুরুতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলী মার্কেট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ-ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান। এএইচএম সফিকুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কিছু দিন ভালো কাজ করছে।

আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের বাজার তদারকিতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কসহ ১০ জন প্রতিনিধিকে সঙ্গে রেখেছি।এ সময় নতুন করে যেন কেউ বাজারে চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও নির্দেশনা প্রদান করেন। তদারকিকালে শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তাস্বার্থে অধিদপ্তর কর্তৃক এরূপ সচেতনতামূলক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফারহান আতিফ (লুমিন), ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।