শামীমের স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন, কোথায় আছেন জানালেন অভিনেতা
বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনাম ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। সম্প্রতিই তার নামে উঠে আসে নানা গুরুতর অভিযোগ। যদিও সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
এরপর সংবাদ সম্মেলনের এক পর্যায়ে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শামীম। এরপর এক মুঠোবার্তায় শামীম জানান, একসঙ্গে দুটো প্রেম অর্থাৎ ডাবল টাইমিং করেছেন অহনা।
শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে অভিনেতাকে পাল্টা প্রশ্ন ছোড়েন অহনা রহমান। তার দাবি, নিশ্চয়ই নিজের দোষ ঢাকতেই এমন মন্তব্য করেছেন শামীম।
দুই প্রাক্তনের এমন পাল্টাপাল্টি বক্তব্য এবং শামীমের বিরুদ্ধে সম্প্রতি মাদক ও ধর্ষণ হুমকির অভিযোগ ওঠার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা চর্চা। গুঞ্জন ওঠে, শামীমকে নিয়ে এমন অভিযোগ আসায় বাড়ি ছেড়েছেন অভিনেতার স্ত্রী আফসানা আক্তার প্রীতি। তাদের বিয়ের মাত্র এক মাস না গড়াতেই এমন গুঞ্জন রীতিমতো শোরগোল ফেলে দেয় নেটিজেনদের মাঝে।
বিষয়টি শামীমের নজরে আসলে তা নিয়ে সামাজিক মাধ্যমে এই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে শামীম লিখেছেন, ‘আমার স্ত্রী আমার সঙ্গে আছে। ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।’
উল্লেখ্য, গত ৪ এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান সরকার। পরিচয়ের মাত্র আট মাস পর বিয়ে করেন তারা; দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।