বৃহস্পতিবার , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

শাবিতে ক্লাস করতে এসে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক কর্মী। আটক ছাত্রলীগ কর্মী নুর মো. বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি একাধিক মামলার আসামি।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করেন শিক্ষার্থীরা। এরপর তাকে পুলিশে সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, আটক ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণঅভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্যসচিব হাফিজুর রহমান বলেন, আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটক শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে আমাদের মৃত্যুর মুখে রেখে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করে। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১৮ জুলাই আমাদের একজন সহযোদ্ধা শহীদ হন। এ ছাড়া অনেক সহযোদ্ধা আহত হন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে জালালাবাদ থানা পুলিশের ওসি হারুনুর রশিদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উপযুক্ত প্রমাণসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।