শনিবার , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজধানীর শাজাহানপুর থানাধীন উত্তর শাজাহানপুরের একটি বাসা থেকে মো. সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নিহত সাজ্জাদ সিলেটের হবিগঞ্জ উপজেলার সোলায়মান মিয়ার ছেলে। তিনি উত্তর শাজাহানপুরে পরিবারের সঙ্গে একটি ভাড়া একটি বাসায় থাকতেন।

শাজাহানপুর থানা উপ-পরিদর্শক (এসআই) এস এম রাশিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে উত্তর শাজাহানপুরের একটি বাসার ড্রয়িং রুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দেন। পরে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই সাব্বির বলেন, আমার ভাই ও আমি চিনি-সয়াবিনের তেলের ব্যবসা করি। ২০২৩ সালে আমার ভাইয়ের সঙ্গে মেহজাবিন সিনহার নামে এক নারীর বিয়ে হয়। তাদের একটা বাচ্চাও হয়। কিন্তু বাচ্চাটি মারা যাওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগে থাকত। ১০ দিন আগে আমার ছোট ভাইয়ের সঙ্গে মেহজাবিনের ডিভোর্স হয়ে যায়। এ নিয়ে আমার ছোট ভাই মেহজাবিনকে অনেক বোঝায়। তারপরও সে ডিভোর্স দেওয়ায় অভিমানে আমার ভাই আত্মহত্যা করেছে।