রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ মিনারে আসছেন এনসিপির নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পদযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি উপলক্ষ্যে দলটির নেতাকর্মীরা শহীদ মিনারে আসছেন। বিকেল ৩টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুষ্ঠান।

সরেজমিন দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন। তারা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। প্রস্তুত করা হয়েছে সমাবেশ মঞ্চ।

এদিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে করে ঢাকায় আসার ছবি শেয়ার করা হয়েছে। দলের নেতারাও শহীদ মিনারে উপস্থিত হচ্ছেন।

এর আগে, শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সোমবারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।