বুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শহীদ আবু সাঈদের ছবিতে ঢাকা হলো শেখ হাসিনার নাম ফলক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টানিয়ে দেওয়া হয়।ব্যানার টানানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাঁধন বলেন, ছাত্র-জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এদেশে থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে ব্যানার টানিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তী সময়ে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মাণ করা হবে।