সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শরণখলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স্বর্না’র গণসংযোগ ও পথসভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

শরণখলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌসী স্বর্না’র গণসংযোগ ও পথসভা এবং মতবিনিময় অব্যাহত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো শরণখোলায় প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে নির্বাচনী আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যাস্ত সময় পার করছেন বাগেরহাটের শরণখোলার কৃতি সন্তান ডাঃ সাজিদ হাসান রানা’র স্ত্রী বিশিষ্ট নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা।

এর‌ই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কর্মী সমর্থকদের নিয়ে তিনি শরণখোলার তাফালবাড়ি বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি তাফালবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালকসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে গণসংযোগের মাধ্যমে দোয়া, সহযোগিতা ও নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।

এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক, ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।

জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা বলেন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন নারী হিসেবে আমাকে মূল্যায়ন করা হবে বলে আমি আশাবাদী।