সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের চেক, চাল ও খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

লালমনিরহাট  জেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক, জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে শতাধিক পরিবারের মধ্যে ৫ হাজার টাকার চেক, ৩০ কেজি জিআর চাল ও ১ প্যাকেট করে শুকনো খাবার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নোমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকি। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।