রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চটপটি বিক্রেতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির চাপায় মো. মিরাজ (২২) নামের এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার করইতলা বাজারের নতুন রাস্তার মাথা নামক স্থানে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। তারা সপরিবারে চর লরেঞ্চ ইউনিয়নের চর লরেঞ্চ গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির ট্রাক্টরটি চটপটি বিক্রেতা মিরাজের ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে মিরাজ ঘটনাস্থলেই মারা যান। তার ভ্যানগাড়িটিও ভেঙে গেছে।

জানা গেছে, ট্রাক্টর ট্রলির মালিক উপজলার তোরাবগঞ্জ রলাকার শহীদ ব্যাপারী ও চালক একই এলাকার কবির হোসেন।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি রাস্তায় পাশে পড়ে আছে। চালককে আটক করা সম্ভব হয়নি।