রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

র‍্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ছিনতাই : আটক ৫

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

গতকাল রাতে রাজধানীর রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একাধিক দল।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন,  দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।