রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার বিশেষ দূতের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ান চেয়ারপারসনের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৩ আগস্ট) পুত্রজায়ায় অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ দূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত সহানুভূতি ও উদারতা প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে দুই কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতির অবনতি এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা হ্রাসের বিষয়েও তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। উভয়পক্ষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে একমত হন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের উপর জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কেও মতবিনিময় হয়।

তারা আস্থা প্রকাশ করেন, এ সম্মেলন সংকট সমাধান ও বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করবে।