সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রোদে পোড়ার পর বৃষ্টিতে ভিজলেন সমর্থকরা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য জাতীয় স্টেডিয়াম এলাকায় আজ (মঙ্গলবার) দুপুর থেকেই দর্শকদের ব্যাপক ভিড়। শুরুর দিকে তারা রোদে পুড়ছিলেন, সেই চিত্র বদলে বিকেল ৪টার পর আকস্মিক বৃষ্টি হয় এক পশলা। এতে যারা গ্যালারিতে প্রবেশের লাইনে ছিলেন তারা পুরোপুরি ভিজে গেছেন। 

অনেক সমর্থক টিকিট প্রিন্ট করে এনেছিলেন। আকস্মিক বৃষ্টিতে তাদের অনেকেই সেই টিকিট রক্ষা করতে পারেননি। টিকিট ভিজলেও গ্যালারিতে প্রবেশ করতে অবশ্য কষ্ট হয়নি তাদের।

বৃষ্টির আগেই অনেক দর্শক গ্যালারিতে পৌঁছে যান। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর সাধারণ গ্যালারিতে শেড বসেছে। গ্যালারিতে থাকা দর্শকদের অনেকে বৃষ্টি থেকে বেঁচেছেন।

সমর্থকদের মতো বৃষ্টিতে ভিজেছেন নিরাপত্তা কর্মী ও টিকিট ব্যবস্থাপনার লোকজনও। সবাই সবার জায়গা থেকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন বৃষ্টিতে ভিজে কিংবা রোদে পুড়েই।

আধ ঘণ্টারও বেশি সময় বৃষ্টি হলেও মাঠে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। বৃষ্টিতে পানি জমতে দেখা যায়নি। বরং বৃষ্টির পানিতে ঘাসের সজীবতা আরও একটু বেড়েছে। বৃষ্টি হওয়ার পর গরমের তীব্রতা খানিকটা কমেছে। যা দর্শক ও খেলোয়াড় উভয়ের জন্যই স্বস্তির।
হামজা-জামালদের ম্যাচ দেখতে এসেছেন নারী ফুটবলাররাও। প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘আমরা সবাই খেলা দেখতে এসেছি। বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা করছি। অনেক দর্শক এসেছে। আশা করি সবাই ভালো ম্যাচ দেখতে পারবে।’