রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে!

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ জুন, ২০২৫

ফুটবল ম্যাচের প্রতিটি সিদ্ধান্ত ‍নিখুঁত রাখার পাশাপাশি খেলোয়াড়দের আচরণ সংযত রাখতে মুখ্য ভূমিকা পালন করেন রেফারিরা। অনেক সময় তাদের নিরাপত্তায়ও ব্যাঘাত ঘটে। মাঠে ও মাঠের বাইরেও খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা দর্শকদের কাছ থেকেও অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার করেন ম্যাচ রেফারি। এমন পরিস্থিতি এড়ানো এবং রেফারিদের সুরক্ষিত রাখতে ইতালিতে কঠোর আইন হতে যাচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হলে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিবিসি। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রেফারিকে আক্রমণ কিংবা হেনস্তার ঘটনায় ইতালিতে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ডের আইন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মতো ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার লক্ষ্যে গত শুক্রবার দেশটির পেনাল কোডে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে।

বিদ্যমান দণ্ডবিধি পরিবর্তন হলে, রেফারিদের মৌখিক আক্রমণ, যেকোনো পর্যায়ের আঘাতে জড়িতদের কড়া শাস্তি প্রদানের সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি বলেন, ‘খেলা মানেই হচ্ছে অনুগত ও (সুখ-দুঃখ) ভাগাভাগি করে নেওয়া। যারা এটি মানবে না তাদের সতর্ক করা হচ্ছে, আগামীকাল থেকে রেফারির প্রতি যেকোনো আগ্রাসী আচরণ অতিসত্বর শাস্তির আওতায় আসবে। এমনকি অভিযুক্তকে কারাগারেও পাঠানো হবে।’

গত ডিসেম্বরে ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (আইএসআরএ) সঙ্গে আলোচনায় বসেছিল দেশটির সরকার। ওই মাসেই দেশটির ক্লাব প্রতিযোগিতার আসর সিরি–আ’র রেফারিরা নানা হেনস্তার শিকার হওয়ার বিষয় সামনে এনেছিলেন। অপর ম্যাচ অফিসিয়াল আক্রমণের শিকার হওয়ার প্রতিবাদে ম্যাচ চলাকালে মুখে (চোখের নিচে) কালো দাগ দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এক রেফারি।

এর আগে সিসিলিতে অনুষ্ঠিত যুব ফুটবলের একটি ম্যাচে ১৯ বছর বয়সী রেফারি দিয়েগো আলফঞ্জেত্তি হামলার শিকার হন। পরে তাকে মার্চে লাজিও ও রোমার মধ্যকার ম্যাচে আমন্ত্রণ জানানো হয়। একইসঙ্গে সেই ম্যাচের রেফারিরা সংহতি প্রকাশ করেন আলফঞ্জেত্তির প্রতি।