1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে! - NEWSTVBANGLA
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে জুলাই বিপ্লব নতুনভাবে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না : চসিক মেয়র ‘হঠাৎ বিকট শব্দ, দৌড়ে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন আর কান্নাকাটি’ পরিবেশ দূষণমুক্ত চাইলে দূষণকারী শিল্পকারখানা বন্ধ করার আহ্বান না ফেরার দেশে নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মাহিন সরকারের বিরুদ্ধে ৭.৫ কোটি টাকার ভুয়া গল্প, আসলেই কি ঘটেছে বেলকুচিতে রাতের মধ্যে যেসব এলাকায় ঝড় হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ললিপপ জনি কেরানীগঞ্জে এসি বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন হাসপাতালে

রেফারিকে হেনস্তা করলেই যেতে হবে জেলে!

প্রতিনিধি
Soccer Football - Europa League - Final - Sevilla v AS Roma - Puskas Arena, Budapest, Hungary - May 31, 2023 AS Roma players react towards referee Anthony Taylor after he awarded Sevilla a penalty kick REUTERS/John Sibley

ফুটবল ম্যাচের প্রতিটি সিদ্ধান্ত ‍নিখুঁত রাখার পাশাপাশি খেলোয়াড়দের আচরণ সংযত রাখতে মুখ্য ভূমিকা পালন করেন রেফারিরা। অনেক সময় তাদের নিরাপত্তায়ও ব্যাঘাত ঘটে। মাঠে ও মাঠের বাইরেও খেলোয়াড়, কোচিং স্টাফ কিংবা দর্শকদের কাছ থেকেও অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার করেন ম্যাচ রেফারি। এমন পরিস্থিতি এড়ানো এবং রেফারিদের সুরক্ষিত রাখতে ইতালিতে কঠোর আইন হতে যাচ্ছে।

নতুন নিয়ম কার্যকর হলে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে বলে উল্লেখ করেছে বিবিসি। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রেফারিকে আক্রমণ কিংবা হেনস্তার ঘটনায় ইতালিতে নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ডের আইন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মতো ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার লক্ষ্যে গত শুক্রবার দেশটির পেনাল কোডে সংশোধনী আনার কাজ শুরু হয়েছে।

বিদ্যমান দণ্ডবিধি পরিবর্তন হলে, রেফারিদের মৌখিক আক্রমণ, যেকোনো পর্যায়ের আঘাতে জড়িতদের কড়া শাস্তি প্রদানের সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে ইতালির জুনিয়র জাস্টিস মিনিস্টার আন্দ্রেয়া ওস্টেলারি বলেন, ‘খেলা মানেই হচ্ছে অনুগত ও (সুখ-দুঃখ) ভাগাভাগি করে নেওয়া। যারা এটি মানবে না তাদের সতর্ক করা হচ্ছে, আগামীকাল থেকে রেফারির প্রতি যেকোনো আগ্রাসী আচরণ অতিসত্বর শাস্তির আওতায় আসবে। এমনকি অভিযুক্তকে কারাগারেও পাঠানো হবে।’

গত ডিসেম্বরে ইতালিয়ান সকার রেফারিজ অ্যাসোসিয়েশনের (আইএসআরএ) সঙ্গে আলোচনায় বসেছিল দেশটির সরকার। ওই মাসেই দেশটির ক্লাব প্রতিযোগিতার আসর সিরি–আ’র রেফারিরা নানা হেনস্তার শিকার হওয়ার বিষয় সামনে এনেছিলেন। অপর ম্যাচ অফিসিয়াল আক্রমণের শিকার হওয়ার প্রতিবাদে ম্যাচ চলাকালে মুখে (চোখের নিচে) কালো দাগ দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এক রেফারি।

এর আগে সিসিলিতে অনুষ্ঠিত যুব ফুটবলের একটি ম্যাচে ১৯ বছর বয়সী রেফারি দিয়েগো আলফঞ্জেত্তি হামলার শিকার হন। পরে তাকে মার্চে লাজিও ও রোমার মধ্যকার ম্যাচে আমন্ত্রণ জানানো হয়। একইসঙ্গে সেই ম্যাচের রেফারিরা সংহতি প্রকাশ করেন আলফঞ্জেত্তির প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট