1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছে যে ম্যাচের ওপর - NEWSTVBANGLA
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ নির্ভর করছে যে ম্যাচের ওপর

প্রতিনিধি

স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপা খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগায়ও তারা কাতালানদের কাছে বারবারই শীর্ষস্থান হারিয়েছে। এই মুহূর্তে সমান ৩১ ম্যাচ খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে কার্লো আনচেলত্তির দল। সর্বশেষ আর্সেনালের কাছে হেরে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। এরপর আলোচনা শুরু হয়েছে রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে।

ইউসিএলের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগেই আর্সেনালের কাছে ৩ গোলে পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয় লেগটা সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় কিছুটা হলেও আশা ছিল আনচেলত্তির শিষ্যদের। কিন্তু সেখানে তাদের সরাসরি জিতে সেমিফাইনালে উঠতে করতে হতো ৪ গোল। সেরকম কিছু তো হয়–ইনি, উল্টো গতকাল ২-১ গোলে হেরে অ্যাগ্রিগেটে ৫-১ ব্যবধানে তারা বিদায় নিশ্চিত করে। এই ম্যাচটি ২০২০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগে রিয়ালের বিদায় এবং ১৬ বছর পর সেমির টিকিট দিয়েছে আর্সেনালকে।

আর্সেনালের কাছে হেরে বিদায়ের পর রিয়াল কোচের কাছে সরাসরিই জানতে চাওয়া হয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার শেষ ম্যাচ হতে পারে কি না। প্রতিউত্তরে জানালেন, ‘আমি জানি না এবং জানতে চাইও না। এই মুহূর্তে আসলে এসব নিয়ে কথা বলতে পারি না। ক্লাব ভাবতে পারে পরিবর্তন আনার কথা। সেটা এই বছর হতে পারে বা আগামী বছর আমার চুক্তি শেষেও হতে পারে। কোনো সমস্যা নেই। যেদিন এখানে আমার পথচলা শেষ হবে, একটি ব্যাপারই করতে পারি, সেটা হলো ক্লাবকে ধন্যবাদ জানানো, সেই দিনটি কালকে হতে পারে, মাসখানেকের মধ্যে হতে পারে কিংবা এক বছরের মধ্যে।’

মুখে যা–ই বলুন, অসংখ্য ট্রফিতে মোড়ানো ক্যারিয়ার আর ডাগআউটে কাটানো দীর্ঘ সময়ের অভিজ্ঞতা যে রিয়াল মতো ক্লাবের কোচের পদ টিকিয়ে রাখতে যথেষ্ট নয় সেটি আনচেলত্তি নিজেও জানেন। ফলে এই কোচের শেষ সময়-সীমাটা কখন হতে পারে, সেই আলোচনাই বরং এখন বেশি শোনা যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ সেই সম্ভাব্য সময়টা জানিয়েছে এক প্রতিবেদনে। আনচেলত্তির এক ঘনিষ্ঠ সূত্র তাদের জানিয়েছেন, ‘২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনালের পর মাদ্রিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন এই কোচ।’

বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ এপ্রিল দিবাগত রাত ২টায় স্প্যানিশ লিগ কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অর্থাৎ, আরেকটি শিরোপা নির্ধারণী ম্যাচে এল-ক্লাসিকো’র স্বাক্ষী হতে যাচ্ছেন ফুটবলভক্তরা। এই ম্যাচের ফলাফলের ওপর রিয়ালে আনচেলত্তির ভবিষ্যৎ–ও নির্ভর করছে। চলতি মৌসুমে আরও একাধিকবার ইতালিয়ান এই কোচের বরখাস্ত হওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। যদিও এর মাঝেই পরে তার সঙ্গে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি নবায়ন করে রিয়াল মাদ্রিদ।

এদিকে, রিয়ালের ম্যানেজার যে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের অনেক পছন্দের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ বলছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তিকে রাজি করানোর লক্ষ্যে মাদ্রিদে প্রতিনিধি পাঠিয়েছিল। সূত্রের বরাতে একই তথ্য জানিয়েছে ‘দ্য অ্যাথলেটিক’ও। তাদের মতে, গতকাল বার্নাব্যুতে সিবিএফের প্রতিনিধিরা হাজির হয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যেই উভয়পক্ষ সাক্ষাৎ করতে পারে। এর আগে ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার ব্যাপারেও নাকি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

যদিও এ নিয়ে সংবাদমাধ্যমটি সিবিএফের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি তা অস্বীকার করেছেন। তিনি জানান, ‘পরবর্তী কোচ করার বিষয়টি ব্রাজিল জাতীয় দলের এক্সিকিউটিভ জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো এবং সিবিএফ সভাপতি রদ্রিগেজ দেখছেন। এই মুহূর্তে তারা দুজনই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থান করছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট