খুলনার কপিলমুনি থেকে যশোরের সাগরদাড়ি গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন রিতা সাধু (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে সৌরভ সাধু। কিন্তু পথেই থেমে গেল তাদের জীবন। বাসচাপায় তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে সাগরদাড়ি যাচ্ছিলেন রিতা সাধু ও তার ছেলে। কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনের একটি যাত্রীবাহী বাস (ইমাদ পরিবহন) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিতা সাধু যশোরের সাগরদাড়ি গ্রামের বাবার বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত রিতা সাধু কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।