সড়কে চলাচলের সময় আমরা প্রায়ই রাস্তার উপর আঁকা বিভিন্ন দাগ দেখে থাকি। বিশেষ করে সাদা ও হলুদ রঙের দাগ লক্ষ্য করা যায়। এই দাগ কখনও সাদা কখনও হলুদ, কখনও একটানা আবার কখনও কাটা কাটা। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে, কেনো এই দাগ? কি অর্থ এই দাগের? এমন দাগ আসলে আমাদেরকে কি বুঝাতে চায়?
সাদা ও হলুদ শুধু রঙিন দাগ নয়, বরং গুরুত্বপূর্ণ ট্রাফিক নির্দেশনা ও সতর্কবার্তার অংশ। প্রতিটি দাগই গুরুত্বপূর্ণ, প্রতিটি দাগেরই রয়েছে আলাদা আলাদা অর্থ। এগুলো আসলে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিগন্যালিং পদ্ধতি, যা যানবাহন ও পথচারীদের জন্য দিকনির্দেশনা ও সতর্কতা হিসেবে কাজ করে। আমাদের দেশে অধিকাংশ চালকেরই এই বিষয়গুলো জানা নেই, জানলেও তা সঠিক ভাবে মানেন না। যার ফলে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকির সম্মুখীন হতে হয়।
সাদা দাগ
রাস্তায় সাদা দাগ দুই ধরনের হয়। একটি একটানা সাদা দাগ, অপরটি কাটা সাদা দাগ অর্থাৎ কিছুটা বিরতি দিয়ে দিয়ে দাগ। সাদা দাগ মূলত চালককে লেইন নির্দেশ করে থাকে। অর্থাৎ যে সকল রাস্তায় একাধিক লেইন রয়েছে সেখানে এই ধরনের দাগের ব্যবহার হয়ে থাকে। রাস্তায় একটানা সাদা দাগ এর অর্থ হলো চালক লেইন পরিবর্তন করতে পারবে না। সাধারণত অতি ব্যস্ত রাস্তা বা দ্রুতগামী রাস্তাতে এই ধরনের একটানা সাদা দাগ দেখা যায়। এছাড়াও রাস্তার দুইপাশ দিয়ে সীমানা নির্দেশক একটানা সাদা দাগ থাকে যার অর্থ হলো- চালক তার গাড়ি এই দাগের বাইরে নিবেন না।
আবার রাস্তায় কাটা সাদা দাগ বা একটু পর পর সাদা দাগের অর্থ হলো এখানে চালক তার গাড়ির লেইন পরিবর্তন করতে পারবেন, তবে শর্ত হলো যদি রাস্তা খালি বা নিরাপদ হয় তবেই। অর্থাৎ চালক নিরাপদ ভাবলে কাটা সাদা দাগ এরিয়াতে তার গাড়ির লেইন পরিবর্তন করে ভিন্ন লেইনে যেতে পারেন। লেইন পরিবর্তনের সময় অবশ্যই টার্নিং লাইট জ্বালিয়ে পেছনের গাড়িকে সতর্ক করতে হবে।
হলুদ দাগ
যখন একই রাস্তায় যাওয়া এবং আসা দুই কাজের জন্যই ব্যবহার হয় এমন রাস্তার মাঝ বরাবর হলুদ দাগ দেখা যায়। হলুদ দাগ সাধারণত গাড়ির ওভারটেক সংক্রান্ত নির্দেশনা বা সতর্কতা থাকে। সাধারণত কাটা হলুদ দাগ, একটানা একটি হলুদ দাগ এবং একটানা দুটি হলুদ দাগন হয়ে থাকে।
যেখানে কাটা হলুদ দাগ রয়েছে সেখানে একটি গাড়ি অন্য গাড়িকে প্রয়োজনে ওভারটেক করতে পারবে। সেক্ষেত্রে সামনে থেকে আসা গাড়ির ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটানা হলুদ দাগের অর্থ হলো এখানে ওভারটেক করা যাবে, কিন্তু হলুদ দাগের সীমানা যেন পার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। রাস্তায় একটানা দুটি হলুদ দাগ পাশাপাশি এর অর্থ হলো এখানে কোনোভাবেই ওভারটেক করা যাবে না। হাইওয়েতে ব্যস্ততম বা দ্রুততম এরিয়াতে এমন দাগ থাকতে পারে।