সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়ার ভূ‌মিকা খতিয়ে দেখবে পুলিশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধর‌নের ভূ‌মিকা ছি‌লো তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তা‌কে আদাল‌তে পা‌ঠানো হয়েছে।

ডিসি তালেবুর রহমান বলেন, সুমাইয়া জাফ‌রিনকে মিরপুর ডিইউএইচ এলাকা থে‌কে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবি‌রোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধর‌নের ভূ‌মিকা ছি‌লো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

তা‌দের জিজ্ঞাসাবাদে নতুন নতুন বিষয় সাম‌নে আস‌ছে ব‌লেও জানান এ পু‌লিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।