রাশিয়ার হ্রদে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কামিকাজি ড্রোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রোনটির হ্রদে পতিত হয়ে বিস্ফোরিত হওয়ার দৃশ্যটি ছড়িয়ে পড়েছে।
এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে আকাশে উড়তে থাকা একটি ড্রোন ব্রায়ানস্ক শহরের ওরলিক হ্রদে আছড়ে পড়ে, তারপর বিস্ফোরিত হয়। পরে নমুনা পরীক্ষা করে জানা যায় যে এটি একটি কামিকাজি ড্রোন ছিল এবং এটির মালিক ইউক্রেনীয় সেনাবাহিনী। একজন স্থানীয় মৎসজীবী নিজের মোবাইল ফোনে ড্রোনটি পতনের দৃশ্য ধারণ করেছিলেন।
কামিকাজি ড্রোন বেশ বিধ্বংসী সমরাস্ত্র। লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাওয়ার জন্য এটি ‘সুইসাইড ড্রোন’ নামেও পরিচিত।
রাজধানী মস্কো থেকে ব্রায়ানস্ক শহর ৩৭৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত ব্রায়নস্ক শহর। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন উভয়েই পরস্পরের ভূখণ্ডের একদম ভিতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি মস্কো, ব্রায়নস্ক বা দুই শহরের মাঝখানে অবস্থিত কোনো স্থাপনাকে লক্ষ্য করে ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী; কিন্তু যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেটি।
বৃহস্পতিবার যেদিন ওরলিক হ্রদে পতিত হয়ে বিস্ফেরিত হলো ইউক্রেনীয় ড্রোনটি, সেদিনই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের একটি ডিপো এবং সামরিক বাহিনীর একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
সূত্র : আরটি