সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজ কী আবারও বিয়ে করেছেন?

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জুন, ২০২৪

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সম্পর্ককে ঘিরে নতুন জল্পনা-কল্পনার ডালপালা মেলেছিল। গেল বছরের সেপ্টেম্বরে এই জুটির বিচ্ছেদের পর সম্প্রতি সময়ে আবারও পরীমণির বাসায় রাজের যাতায়াত হচ্ছে, সেই খবর মিলেছে।

বিষয়টি পরীমণি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।

কেন এসেছেন জানতে চাইলে এই নায়িকা জানান, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’

রাজকে নিয়ে নিজের এমন পরিষ্কার অবস্থানের পর শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যজনক এক স্ট্যাটাস দিতে দেখা গেছে পরীমণিকে।

যেখানে কারো নাম উল্লেখ না করেই তিনি লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’

অন্যদিকে পরীমণির প্রতি শরিফুল রাজেরও ইতিবাচক মনোভাব দেখা গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকাকে নিয়ে নায়ক বলেছেন, ‘অনেক মায়েদের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে।’

এদিকে পরীমণির সেই মন্তব্যের পর ভক্তদের মনেও নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ‘কার বিয়ের খবর ঢেকে রাখার কথা বললেন পরী? তাহলে কী শরিফুল রাজ আবারও বিয়ে করছেন?’

সম্প্রতি পরীমণিকে নিয়ে শরিফুল রাজের সংবাদের শিরোনাম হওয়া, তাদের সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জনের সৃষ্টি হওয়া, সবকিছু মিলিয়ে নায়িকার মন্তব্য এই নায়কের দিকেই ইঙ্গিত করছে।