সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে পৌঁছেছেন এনসিপির নেতারা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে এসে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তারা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের রিসিভ করেন। পরে তারা বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশস্থলে আসেন।

এর আগে, এনসিপির নেতারা ফরিদপুর থেকে রওনা হয়ে বিকেল ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরে আসেন। সেখানে তারা দুপুরের খাবার খান।

এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা ও উপজেলার নের্তবৃন্দরা এসেছেন।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ রাজবাড়ী জেলায় তাদের পদযাত্রা চলছে। এর আগে, এনসিপির নের্তবৃন্দরা ফরিদপুরে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জনতা ব্যাংক মোড় পর্যন্ত যান। সেখানে তারা একটি পথসভা করেন।