বৃহস্পতিবার , ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ মে, ২০২৫

রাজবাড়ীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত
রাজবাড়ীর পাংশায় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌরসভার অশোক কুমার রায় (৬০)। তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী।

নিহতের প্রতিবেশী মো. বকুল হোসেন বলেন, সকালে কোরবান শেখ ও অশোক রায় একটি মোটরসাইকেলে পাংশায় মহাজনের হালখাতা করতে যান। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় এলে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। চালককে আটক করতে অভিযান অব্যাহত আছে।