সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর শ্যামপুরে মাদক মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামি আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

রাজধানীর শ্যামপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম তালুকদারকে (৪৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল সোমবার (২৭ মার্চ) ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। শরীয়তপুর সদরের হাসমত তালুকদারের ছেলে সেলিম তালুকদার।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১৫ মে ডিএমপির শ্যামপুর থানায় সেলিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে আটক এড়াতে আত্মগোপন করেন তিনি।

আদালত মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে সেলিম তালুকদারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত অনাদয়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, তিনি মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী জেলা থেকে রাজধানী ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের কাছে সরবরাহপূর্বক মাদক ব্যবসা করতেন।

আটকের পর ২ মাস ১০ দিন জেল খেটে বেড়িয়ে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। মামলায় যাবজ্জীবন সাজার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।