সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর রমনায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

রাজধানীর রমনা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। আটককৃতের নাম মোঃ রোকন উদ্দিন ফয়সাল।

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) রাত ৯:৩০টায় রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডস্থ মহিলা উন্নয়ন ভবনের ১নং গেইটের বিপরীত পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি রমনা মডেল থানার হলি ফ্যামিলি হাসপাতাল রোডস্থ মহিলা উন্নয়ন ভবনের ১নং গেইটের বিপরীত পাশে রাস্তায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রোকনকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত রোকন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।

আটককৃত রোকনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।