সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীর মতিঝিলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছে কালা চাঁদ দাস ও মোঃ মুসা। এসময় তাদের হেফাজত থেকে ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ৩:৩০টায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য পান কতিপয় মাদক কারবারি মতিঝিল বাণিজ্যিক এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে কৌশলে পালানোর সময় ২,৭০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক  করা হয়।

আটককৃতরা কক্সবাজরের সীমান্তবর্তী টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

এ ঘটনায় মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা