রাজধানীর কোতয়ালী এলাকা হতে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী হাবিব’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ০৮ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন জিন্দাবাহার, নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৮৫, জিআর নং-৮৫, তারিখ-২৯/০১/২০২৪ খ্রিঃ; ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০); তৎসহ ৮(১) পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ ও দন্ডবিধি আইন-১৮৬০ এর ৩২৩; ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ হাবিব হোসেন (২৩), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-মাতুয়াইল দক্ষিণপাড়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।