সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

দেশজুড়ে গত কয়েকদিন ধরে চলমান তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে দেশের আকাশ ছিলো মেঘলা। সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বৃষ্টি নামার কারণে কিছুটা স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা করছেন তারা।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।