1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে বিজয় দিবসের কনসার্টে লাখো মানুষের ঢল - NEWSTVBANGLA
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

রাজধানীতে বিজয় দিবসের কনসার্টে লাখো মানুষের ঢল

প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি আয়োজিত দিনব্যাপী উন্মুক্ত কনসার্টে লাখো মানুষের ভিড় হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত।

কনসার্ট শুরুর আগেই বিভিন্ন স্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন। কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হন।

বিভিন্ন শ্রেণি-পেশার লাখো জনতার উপস্থিতিতে কনকচাঁপা, ইথুন বাবু, বেবী নাজনীনদের নিয়ে আয়োজিত এই কনসার্টে ‘উরাধুরা’, সাগরিকাসহ জনপ্রিয় একাধিক গানের মধ্যদিয়ে দর্শক-শ্রোতারা মেতে ওঠেন

সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী দুপুর আড়াইটায় মঞ্চে উঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি। কনসার্টের শুরুতে গান পরিবেশন করেন শিল্পী নাসির খান। পরে দুপুর সোয়া দুইটার দিকে মঞ্চে ওঠেন প্রীতম হাসান। তিনি প্রথমে ‘খোকা’ গান পরিবেশন করেন। পরে ‘হাতে লাগে ব্যথারে’, ‘উরাধুরা’ গানগুলো পরিবেশন করেন। এরপরে মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি করেন তিনি।

একে একে একক গান পরিবেশন করেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, জেফারসহ অনেকে। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসও পারফর্ম করেন।

জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে সড়কে মঞ্চ করা হয়েছে। কনসার্টের জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। অন্য পাশের সড়ক দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করে। কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেন দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় কনসার্ট নিয়ে। দর্শকেরা সড়ক বিভাজকের গাছে উঠেও কনসার্ট উপভোগ করেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লাখো জনতায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের আশপাশ এলাকা। বিজয়ের এ কনসার্ট উপভোগ করতে আসেন সব শ্রেণি-পেশার মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে আলপনা নিয়ে সবাই যোগ দেন এই কনসার্টে।

‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি গত ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে ওঠে। সংগঠনের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানের শুরুতে

তিনি বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার-অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্যদিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বিজয় দিবসে’ বিএনপি নতুন প্রত্যাশা নিয়ে জনগণ ও নতুন প্রজন্মের সামনে হাজির হতে চাইছে বলে জানান এ্যানি।

বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদ দিয়ে এ্যানি বলেন, দিল্লির আনুগত্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।’

এদিকে অতিরিক্ত চাপে কনসার্ট চলাকালে একপর্যায়ে সাংবাদিকদের জন্য করা মঞ্চ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট