শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রাজধানীর মুগদা ও খিলগাঁও থানা এলাকায় পৃথক ঘটনায় চার কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ)সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। সেখান থেকে তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি)পাঠানো হবে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ সকাল দশটার দিকে ১৫ বছরের কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ২১২ তে ভর্তি দেওয়া হয় পরে সেখান থেকে তাকে ওসিসিতে পাঠানো হবে।

অপরদিকে, মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বেলা ১১টার দিকে ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকেও ২১২-তে ভর্তি দেন চিকিৎসক।

অন্য ঘটনায় মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাফায়েত সকাল পৌনে বারোটায় ১৩ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে ওই কিশোরীকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

এদিকে আরেক ঘটনায় মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বেলা পৌনে ১২টার দিকে ১২ বছরের এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাকেও ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, শারীরিক পরীক্ষার শেষে আমাদের ওসিসিতে কিশোরীদের রিসিভ করা শুরু করেছি। এখনো ২১২ থেকে সবাই আসেনি। তবে সবার অবস্থা ভালো আছে বলে জানান তিনি। কারো শারীরিক কোনো অবস্থা খারাপ থাকলে আমাদের এখানে দেওয়া হয় না।