রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রমজান মাসে বন্ধ থাকবে যেসব মার্কেট

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ব্যস্ত শহর, ব্যস্ত জীবন। আজকাল যেন সময়ের পিছনে দৌড়েও পেরে উঠছে না মানুষ। তারপরও জীবনের তাগিদে মানুষের দৈনন্দিন কাজ চালিয়ে নিতে হয়। কেনাকাটা আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় অংশ। প্রয়োজনে আমাদের সকলকে কমবেশি মার্কেটে যেতেই হয়। তবে রাজধানীতে নির্দিষ্ট কিছু দিনে কিছু মার্কেট বন্ধ থাকে। তাই সেগুলো সম্পর্কে জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট :

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

বন্ধ থাকে যেসব এলাকার দোকানপাট:

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।