পবিত্র রমজান মাসে মসজিদুল হারাম ও নববীতে আগতদের জন্য নতুন নির্দেশনা জারি করছে হারামাইন কর্তৃপক্ষ। আগতদের এই নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ আগতদের জন্য কিছু নিয়ম বেধে দিয়েছেন। এর ফলে ইবাদতের সময় তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তারা প্রশান্তির সঙ্গে দীর্ঘ সময় ইবাদত করতে পারবেন।
হারামাইন শরিফাইনে আগতদের দিকনির্দেশনার জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল স্ক্রিনে ভিড় সংক্রান্ত তথ্য জানানো হবে।
হারামাইনের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র মাসে বিপুল সংখ্যক ইবাদতকারী আগমন করবেন, ভীড় ও সমাগমের জায়গাগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যাতায়াতের জন্য বিশেষ রাস্তাগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হবে না। হারামাইনের পক্ষ থেকে বলা হয়েছে, এই নির্দেশনাগুলো ইবাদত পালনকারীদের সহজতার জন্য দেওয়া হয়েছে। তাই এসব মেনে চলা জরুরি।
পবিত্র মাসে মসজিদুল হারাম ও নববীর পবিত্রতা রক্ষার্থে আগতদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ইবাদত পালনকারীদের কষ্ট লাঘবে যাতায়াতের রাস্তায় বসতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে দেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন দেশটিতে শাবান মাসের ২৯তম দিন থাকবে।
যদি কেউ খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তাকে নিকটস্থ কোর্টে গিয়ে সাক্ষ্য রেকর্ড করতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া নিকটস্থ কোর্টে যাওয়ার জন্য সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে যেতেও আহ্বান জানানো হয়েছে।