রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রমজানের চতুর্থ দিনেই মা হলেন অভিনেত্রী মাহিয়া মাহি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সৌদি আরব থেকে উমরাহ করে ফিরছিলেন। ঠিক সেই সময় বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে। ন’মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীর গ্রেফতারিতে সরব হন বাংলাদেশের অন্য অভিনেত্রীরা। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী গ্রেফতার করা হয় তাঁকে। এখন জামিনে মুক্ত তিনি। এর মাঝেই এল সুখবর। মা হলেন মাহিয়া মাহি।

মঙ্গলবার রাত ৮.৩২ মিনিট নাগাদ নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’’ তখনই বোঝা গিয়েছিল খুব শীঘ্রই আসছে সুখবর। মঙ্গলবার রাত ১১.২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
সদ্যোজাতের সঙ্গে ছবি দিয়েছেন মাহি। মা ছেলে দুজনেই একেবারে সুস্থ রয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুররে ব্যাবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকেই অভিনয় জগতে কাজ কমাতে থাকেন।

কলকাতায় এক সময় বেশ কিছু ছবিতে কাজ করেন। কিন্তু এখন সে সব অতীত সংসার ও রাজনীতি নিয়ে ব্যস্ত তিনি। গত বছর অগস্ট মাসে জানান তিনি অন্তঃসত্ত্বা। এ বার ভূমিষ্ঠ হল রাকিব-মাহির প্রথম সন্তান।