নতুন লুক নিয়ে আলোচনায় আসলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবিতে এক মারকাটারি লুকের পর হঠাত রণবীরকে দেখে চিনতেই পারছেন না অনেকে! সম্প্রতি সামাজিক মাধ্যমে রণবীরকে খানিকটা রোগা-পাতলা অবতারেই দেখা মেলে। মূলত নায়কের ক্লিন-শেভড মুখ, স্লিক-ব্যাক চুলের রূপ ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
রণবীরকে রোগা দেখালেও তার এই নতুন লুকে ভক্তরা উচ্ছ্বসিত। একজন লিখেছেন,‘রণবীর কাপুরের নতুন লুক একদম আগুন।’ অন্যজন মন্তব্য করেছেন, ‘ওর বয়স বাড়লেও এখনও আমার ওকে দেখে সেই সাওয়ারিয়ার কথা মনে আসছে।’ কেউ বলছেন, ‘চল্লিশ পেরিয়েও কলেজের ছেলে মনে হচ্ছে।’
উল্লেখ্য, রণবীর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী। এই ছবিতে কাজল আগরওয়াল মন্দোদরীর ভূমিকায় থাকবেন। ‘রামায়ণ’ দুটি ভাগে মুক্তি পাবে—প্রথম অংশ ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালে।