রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যে ৫ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন রাসূল সা.

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০২৪

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন উম্মতে মুহাম্মদীর জন্য অনুসরণীয়-অনুকরণীয়। নবুয়ত লাভের পর থেকে তিনি তাঁর জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন উম্মতের জন্য। তাদের শিক্ষা দিয়েছেন কীভাবে দুনিয়া-আখেরাত উভয় জগতে একজন মানুষ সফল হতে পারবেন। 

দুনিয়া বা আখেরাত যাই হোক সফলতার জন্য মানুষের পরিশ্রম দরকার। দুনিয়ার সফলতার জন্য কাজ-পরিশ্রম প্রয়োজন, বিপরীতে পরকালের সফলতার জন্য আমল করা উচিত। এর পাশাপাশি আল্লাহর রহমত কামনা করে দোয়া করা উচিত।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যেখানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এ বিষয়ে আমর ইবনে মায়মূন আওদী রহ. থেকে বর্ণিত—

তিনি বলেন সাদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু তাঁর সন্তানদেরকে এই বাক্যসমূহ (দোয়া) শিক্ষা দিতেন, যেমন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো নামাজের পর পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিনাল-বুখলি, ওয়া-আ’উযুবিকা মিনাল-জুবনি, ওয়া-আয়ুযুবিকা আন-উরদ্বা ইলা-আরজালিল উমার, ওয়া-আ’উযুবিকা মিন-ফিতনাতিদ্দুনইয়্যা, ওয়া-আ’উযুবিকা মিন-আজাবিল ক্বাবরি

অর্থ : হে আল্লাহ! আমি কাপুরুষতা, কার্পণ্য, চরম বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবরের আজাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। (নাসাঈ, হাদিস : ৫৪৪৭)