মার্কিন প্রশাসন শুক্রবার ইউক্রেনের জন্য ৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করবে। অঞ্জাত সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ কথা জানিয়েছে।
প্যাকেজটিতে হিমার্স লঞ্চার এবং অন্যান্য যুদ্ধাস্ত্রের জন্য গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট (জিএমএলআরএস) অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এগুলো পেন্টাগনের কোষাগার থেকে সরবরাহ করা হবে।
একই সঙ্গে আগামী সপ্তাহে এ বিষয়ে ঘোষণা হতে পারে বলেও সূত্র জানিয়েছে।
দেশটিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে মোট, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে মোট প্রায় ৩৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য রুশ কর্মকর্তারা বারবার অস্ত্র অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সতর্ক করেছেন যে, ইউক্রেনের পশ্চিমের সামরিকীকরণ সরাসরি ইউরোপীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি