সোমবার , ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফার্মিংটন শহরে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন আরো নয়জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী বন্দুকধারী। এ সময় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাঘাট ও স্কুল। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। তবে তার আগেই হতাহতের ঘটনা ঘটিয়ে ফেলেন ওই বন্দুকধারী হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। তবে হামলাকারীর সঙ্গে ঘটনাস্থলে আর কেউ ছিল না।

বন্দুকধারীর হামলায় চার জনের বেশি হতাহতের ঘটনাকে ম্যাস শ্যুটিং বলা হয়। বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, চলতি বছরের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২২৫টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে।

তথ্যসূত্রঃ অনলাইন ডেক্স