রবিবার , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যাত্রাবাড়ীতে ১১টি চোরাই মোবাইলসহ আটক ১

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটককৃতের নাম মোঃ আল আমিন। এসময় তার হেফাজত থেকে ১১টি চোরাই মোবাইল, ১টি ফ্লাই রেঞ্জ ও ১ টি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম বলেন, গত ২৭ অক্টোবর ২০২২ খ্রি. রাতে যাত্রাবাড়ীতে একটি বাসার বেডরুমের জানালার গ্রিল কেটে মোবাইল ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য-প্রযুক্তির ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত আল আমিনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত রাত ১২:৩০টায় কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় আটককৃত আল আমিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মর্মে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।